বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী বদরপুর ইউনিয়ন পরিষদ। লালমোহন সদর ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের ১০ কিঃ মিটার পশ্চিম পার্শ্বে হাজীর হাট বাজারে নিজস্ব ভবনে বদরপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। ৫০বঃ কিঃ আয়তন নিয়ে আমাদের ০১নং বদরপুর ইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদী পূর্ব দিকে কালমা ইউনিয়ন উত্তরে বোরহান উদ্দন ও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন অবস্থিত। আমাদের ইউনিয়নের বিশেষ অর্জনের মধ্যে সর্ব প্রথমেই বলতে হয় যে, বহু আলোচিত ও বহু প্রতিক্ষার ফল আমাদের বদরপুর - ফরাজ গঞ্জ ইউনিয়ন সংযোগ ব্রিজ এবং দ্বিতীয়ত হলো আমাদের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বগীরচর এলাকায় নুর নবী চৌধুরী মহা বিদ্যালয় স্থাপন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS