বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী বদরপুর ইউনিয়ন পরিষদ। লালমোহন সদর ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের ১০ কিঃ মিটার পশ্চিম পার্শ্বে হাজীর হাট বাজারে নিজস্ব ভবনে বদরপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। ৫০বঃ কিঃ আয়তন নিয়ে আমাদের ০১নং বদরপুর ইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদী পূর্ব দিকে কালমা ইউনিয়ন উত্তরে বোরহান উদ্দন ও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন অবস্থিত। আমাদের ০১ নং বদর পুর ইউনিয়নে মাত্র একটি মাজার অবস্থিত। আর সেটি হলো প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব মাওলান মোঃ লতিফ পীর সাহেব নাজিরপুর লতিফিয়া দরবার শরীফ এর। এটি আমাদের ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের নাজির পুর বাজার সংলগ্ন ০৮ নং ওয়ার্ডে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস