বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী বদরপুর ইউনিয়ন পরিষদ। লালমোহন সদর ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের ১০ কিঃ মিটার পশ্চিম পার্শ্বে হাজীর হাট বাজারে নিজস্ব ভবনে বদরপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।বদরপুর ইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদী পূর্ব দিকে কালমা ইউনিয়ন উত্তরে বোরহান উদ্দন ও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন অবস্থিত। আমাদের ইউনিয়নে মোট ১০ টি হাট - বাজার আছে। উপজেলা সদর থেকে আসার সময় প্রথমেই এই সাত বাড়ীয়া বাজাটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস